Header Ads

Header ADS

-ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত-

-ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত-
আবহমান কালের ঋতুচক্রের ধারাবাহিকতা প্রতি বছরের ন্যায় এবারো আমাদের মাঝে ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত। পৃথিবীর ঋতুচক্রের ইতিহাসে এমন কোন দেশ নেই যে, এই বঙ্গ প্রদেশের চেয়ে ঋতুচক্রে থেকে বেশী বৈচিত্রময়। আমরাই একমাত্র সৌভাগ্যবান যে, বছরে ছয়টি ঋতুর স্বাদ উপভোগ করতে পারি। শীতের মৌনতা ভেঙ্গে কোকিলের কুহুকুহু কলতান আর প্রত্র ঝরা উদ্ভিদগুলোর পাতা ঝরে প্রকৃতি হয়ে ওঠে রুক্ষ ও প্রাণহীন। কিন্তু সময়ের গতিময়তায় আর সুর্যের কিরনে ধীরে ধীরে কেটে ওঠে সেই জীর্নতা।
গাছে গাছে গজায় নতুন পাতা আর ফুলের কলি। বৃক্ষ যেন ফিরে পায় তার হারানো যৌবন। ধীরে ধীরে চারপাশ ভরে ওঠে সবুজের সমারোহে। শিমুল আর পলাশের রংয়ে রঙ্গিন হয় বসুন্ধরা। আমরো কাননেন মুকুলের মৌ৷ মৌ ঘ্রাণে মুখরিত চারপাশ। মানব মনেও দোলা দেয় প্রাণের স্পন্ধন। জেগে ওঠে ভাব আর উদয় হয় প্রেমের। বাংলার আকাশ বাতাসে তখন শুধুই ভালোবাসার গন্ধ। সবুজ প্রকৃতি আর ফুলে ফুলে ভরে ওঠে এই বাংলা । আর এই অনুভুতি কবিকন্ঠে প্রকাশ পায় গান আর কবিতায় ।
তাইতো কবি গেয়েছেন;
ধন ধান্যে পুস্পেভরা আমাদের এই বসুন্ধরা……
কিংবা এমন দেশটি খুজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি।
ফাগুনের হাওয়ায় দোল লেগেছে প্রকৃতিতে।
নতুনরূপে সেজেছে ঋতুরাজ। দখিনা হাওয়া, মৌমাছিদের গুঞ্জণ, কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন আজ । ফুলেল বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত আর আনন্দ, উচ্ছ্বাস ও উদ্বেলতায় মন-প্রাণ কেড়ে নেয়ার বসন্তের প্রথম দিন আজ।
ফুল ফোটানোর পুলকিত সময় আজ।
বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের সুবাসে মন আনচান করার দিন আজ।
ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
বসন্ত মানেই নতুন দিনের আগমন, বসন্ত মানেই জীবনের জয়গান। আজ লাল আর বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি।
আজ এই বসন্তে অনেকে অনেক ফুলের বাহারে সজ্জিত হবে প্রকৃতি ও মানুষ। এর ভেতর গাঁদা ফুলের রং পোশাকেই বেশী ধারণ করতে দেখা যাবে তরুণ-তরুণী মায়ের কোলের ছোট্ট শিশু, এমনকি বৃদ্ধ সহ সব বয়সের ঋতুপ্রেমিদের। অনেকের খোঁপায় শোভা পাবে গোলাপের পাশাপাশি গাঁদা ফুলের মালা। কপালে লাল টিপ।
আরো কত কি!
যাইহোক' সবাইকে ফাগুনের শুভেচ্ছা। সবার৷ প্রতি শুভ কামনা রইলো। ভাল থাকবেন সবাই।
-
মিস প্রিয়া চৌধুরী

No comments

জনপ্রিয় পোষ্ট

  জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়, [ http://bdris.gov.bd/br/application ]( http://bdris.gov.bd/br...

Powered by Blogger.