বসন্তের শুভেচ্ছা।
বসন্তের শুভেচ্ছা।
-
ক'দিন আগেই তো হাটতে গিয়েছিনু,
খালি পায়ে শিশির ভেজা ঘাসে...
ওলীর গুঞ্জনে বাতাস ছিলোনা মুখর,
ঝলমলে রোদের সকাল দেখিনি কতোদিন...
শুনতে পাইনি পাখির কোলাহল,
পুষ্প কাননে পাইনি কলির দেখা...
তবে আজ কেনো এ মহাসমরোহ???
কীসের কোলাহলে আজ বাতাস মুখরিত???
সবুজ কাননে কেনো এত উৎসব???
হয়তো শীতের অবসানে এসেছে বসন্ত...
তাই,
ফুল ফুটুক আর নাইবা ফুটুক,
আজ বসন্ত...
কাকাতুয়া ডাকুক আর নাইবা ডাকুক আজ বসন্ত।
আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
তাই বসন্তের প্রথম দিনে আমার সকল বন্ধুদের জানাই বসন্তের শুভেচ্ছা ও ভালোবাসা..............।
"শুভ বসন্ত"
-
No comments