Header Ads

Header ADS

*অমর একুশে*

*অমর একুশে*
-
আবার এসেছে ফিরে হৃদয়ের মন্দিরে অমর একুশে ফেব্রুয়ারী,
রাখিতে দেশের মান দিয়ে গেছে যারা প্রাণ" তাদের কি ভুলিতে পারি?
জব্বার বরকত করেছিল শপথ রাখবো মোরা ভাষার মান!
তাদের জীবন তরে বাংলা আসিলো ফিরে" ঝরে গেল কত তাজা প্রাণ।
উনিশ শ বায়ান্ন সালে গুলি চালায় মিছিলে কালো রাজপথ হলো লাল,
মৃত্যুর মিছিল পুরি লাশে লাশে ছড়াছড়ি বয়ে চলে রক্তের ঢল।
অচেনা কত জোয়ান দিতে গিয়ে শ্লোগান' খেয়েছে বুলেটের গুলি!
তাদের বুকের রক্ত' মাটিকে করেছে সিক্ত' মায়ের বুক হয়েছে খালি!
মায়ের সে কান্নায় আজো ভেসে বেড়ায়" হৃদে ছিন্ন বীনার তার!
কান্দিস নে মা" তুই চেয়ে দেখ' তোর ওই আছে সূত হাজারে হাজার।
তোর তন্ময় স্মৃতিতে নন্দন' ওই পুষ্প হাতে ছুটছে সব মিনার মানে।
মিনার সামনে করি অবিরল ঝরছে বারি অশ্রু সিক্ত সজল নয়নে।
একুশের তাজা খুন, একাত্তরের স্বাধীন, তোমাদের জ্বেলেছে আগুন তোমাদের বলি ভাই, পারো এনে দাও তাই, রক্তে রাঙ্গানো একটা ফাগুন,
আর হবেনা সে ফাগুন, জ্বালবে না সে আগুন, অমর রহ বিশ্ব ভূবনে,
তোমাদের বঙ্গ ভাষা, দিয়েছে নতুন আশা,
সালাম লহ রাঙ্গা চরণে।
-
সালাম, রফিক, বরকত, জব্বার, জাতি তোমাদের ভুলবেনা।

No comments

জনপ্রিয় পোষ্ট

  জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়, [ http://bdris.gov.bd/br/application ]( http://bdris.gov.bd/br...

Powered by Blogger.