মন খারাপের কোন নির্দিষ্ট কারণ লাগেনা।
মন খারাপের কোন নির্দিষ্ট কারণ লাগেনা।
মন খারাপ হতে কোন সময়-ক্ষন বিবেচ্য নয়। হাজারো মানুষের ভীরে অগনিত সুখের মাঝে কখন যে হুট করে মনের ঘরে চুপিসারে ব্যথা ঢুকে পড়ে, তা মনেরও বোধগম্য নয়। 
অসুখে অসুখে মন কেবল উতলা হয় কখন যে সুখ হবে! 
সুখের পরশে চোখ বন্ধ করলেই মনে হয়, কখন জানি অসুখ চেপে ধরে! 
মন....
তুমি বড় ভীতু, অকৃতজ্ঞ। 
তোমার সন্তুষ্টতা নেই, তোমার স্থিরতা" স্বকীয়তা নেই। 
-
 
 

 
No comments