বাংলাদেশের প্রতিটা নাগরিক পাবেন জনপ্রতি ৫৬,২৫০ টাকা করে
বাংলাদেশের প্রতিটা নাগরিক পাবেন জনপ্রতি ৫৬,২৫০ টাকা করে
ড. তুহিন মালিক: করোনা মহামারীর এই দূর্যোগে দেশের প্রতিটা নাগরিক পাবেন মাথাপিছু ৫৬,২৫০ টাকা। উদাহরণ হিসেবে, একজন রিকশাওয়ালা উনার ৬ সদস্যের পরিবারের জন্য পাবেন তিন লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত টাকা। ৪ সদস্যের একজন ভিখারির পরিবার পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা।
এটা কোন গুজব বা কাল্পনিক কোন হিসাব নয়। এটা কারো সাহায্য বা দানের টাকাও নয়। এটা দেশের প্রতিটা নাগরিকের নিজের প্রাপ্য টাকা। কিভাবে?
আওয়ামী লীগের শাসনামলের গত ১০ বছরে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে*। এই লুন্ঠিত টাকা জনগণের। আর এই লুন্ঠিত টাকা ফিরিয়ে এনে এই কঠিন দূর্যোগের সময় জনগণের মাঝে ফিরিয়ে দিলে দেশের প্রতিটা নাগরিক পাবেন মাথাপিছু ৫৬,২৫০ টাকা করে।
যে টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে সেগুলোর মালিকানা দেশের আপামর দরিদ্র জনগোষ্ঠীর। হ্যাঁ, আপনি এটা চাইতে পারবেন না। এটা নিয়ে কথা বলতে ভয় পাবেন। এই টাকার আশাও ছেড়ে দেবেন।
কিন্তু তাই বলে কি জনগণের লুন্ঠিত টাকা ফেরতের দাবী জানাতে পারবেন না? দরিদ্র জনগণের এতগুলো টাকা লুটপাট করে, বিদেশে পাচার করা হলো। আর আমরা এই টাকা ফেরতের বিষয়টিকে কাল্পনিকই ভাবছি!
জাতির এই ক্রান্তিকালে লুন্ঠিত টাকা ফেরতের জোড় দাবী জানাতে হবে। ভয় পাবেন কেন?
No comments