Header Ads

Header ADS

সততা সাফল্যে চাবিকাঠি পর্ব-০৩

সততা সাফল্যে চাবিকাঠি



                           পর্ব-০৩

 এই এক মাসের মধ্যে যে আমার মেয়ের জন্য এই রকম ভাল পাত্র  এনে দিতে পারবে আমি তাকে অনেক সম্মান কবর।এক মাস পরে একে একে  সব ঘটক আসতে শুরু করল। একে এক জন শত খানেক পাত্র সন্ধান নিয়ে  এসে ।কারো ১০টা বাড়ী আছে। কারো ১০টা গাড়ি আছে। শহরের সকল শিল্পপতি পাত্রর  খবর নিয়ে এসেছে। কিন্তু চৌধুরী সাহেবের একটা পাত্র ও প্রচন্দ হয় নাই।চৌধুরী সাব কথা শুনে ঘটকেরা কিছুটা হতাস। চৌধুরী সাব  শেষ ভরসা ঘটক পাখী ভাই। ইতি মধ্যে ঘটক পাখী ভাই এসে উপস্থিত হলেন। পাখী ভাই যাচাই বাচাঁই করে ডজ্জন খানেক পাত্র সন্ধান নিয়ে এসেছে।কিন্তু চৌধুরী সাহেবের একটা পাত্র ও প্রচন্দ হয়নি। প্রচন্দ হওয়ার উপায় আছে কি “ ছেলে ৯৯ % ভাল শুধু মাঝে মধ্যে নাইট ক্লাবে যায় আর কি” চৌধুরী সাব চিন্তা পড়ে গেল এখন কি করবে সেই? কিছু ভেবে পাচ্ছে না? অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন  আর কোন ঘটক না সেই নিজে খুজে বের করবে । আবার ভাবতেছে এই কাজ সেই কি করে করবে। সেই সিদ্ধান্ত নিল ভালো পাত্র খুজে সেই ছদ্ম  বেশে মাঠে নামবে।

No comments

জনপ্রিয় পোষ্ট

  জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়, [ http://bdris.gov.bd/br/application ]( http://bdris.gov.bd/br...

Powered by Blogger.