Header Ads

Header ADS

সততা সাফল্যে চাবিকাঠি পর্ব-০২

সততা সাফল্যে চাবিকাঠি



                           পর্ব-০২

। তখন আমার আদরের মেয়েটা কি হবে? কে দেখবে আমার ব্যবসা বানিজ্য?এই নিয়ে  চিন্তার শেষ নেই। একদিকে স্ত্রী হরানোর শোক অন্য দিকে আদরে মেয়ে  ও ব্যবসায় নিয়া চিন্তা।  এই অবস্থা এখন সেই কি কিছু বুঝতে পারছে না। এই দিকে  এশার নামাজের  সময় হয়ে এল ।এশার নামাজের আযান শুনে ওযু করে সেই নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে সেই আবার চিন্তা করতে লাগলো। সেই এক বার ভাবে মেয়ে কে বিয়ে দিয়ে দিবে।আবার ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিলে  সেই খুব একা হয়ে যাবে। আবার ভাবে তার ব্যবসা বানিজ্য বা কে দেখবে? এই চিন্তা তার ঘুম হারাম হয়ে যায়। আবার সেই ভাবে মেয়ে কে বিয়ে দিয়ে  ঘরজামাই হিসাবে  রেখে দিবে। আবার ভাবে কোন ভাল ছেলে ঘরজামাই হিসাবে থাকতে চাইবে না। যদি থাকে ও তার মেয়েকে ভালবেসে নয়  তার অর্থ সম্পদ লোভে। এই দিকে তার এক মাত্র মেয়ে জামাই কে লোকে ঘরজামাই বলবে সেই টা ও সেই মেনে নিতে পারবে না। সেই যে এখন কি করবে  তার এখন কি করা উচিত সেই  কিছু বুজতেছে না। অনেক ভেবে চিন্তে সেই সিদ্ধান্ত নিল ভাল একটা  ছেলের সাথে সেই তার মেয়ের বিয়ে দিবে। কিন্তু সমস্যা হলো সেই ভাল ছেলে পাবে কোথায়। অনেক ভেবে চিন্তে শহরের নামকরা ঘটকদের ডাকলেন। ঘটক পাখী ভাই সহ সব নামকরা ঘটকরা উপস্থিত হল তার বাসা। সবাই মহা খুশি চৌধুরী সাহেব মেয়ের বিয়ে  যেই দিতে পারবে সেই অনেক টাকা পাবে। সবাই বলে আমার কাছে ভাল পাত্র আছে চৌধুরী সাব  আমার পাত্রকে প্রচন্দ্র করবে। আরেক জন আমার কাছে এর খেকে ভাল পাত্র আছে। এমন পাত্র দেখাব চৌধুরী সাব না করতে পারবে না। পাখী ভাই বলল সবাই চুপ কর  চৌধুরী সাব কে আসতে দাও। দেখি ওনার  কার পাত্র প্রচন্দ হয়।চৌধুরী সাব  এসে  বললেন সবাই  কেমন আছেন?  সবাই বলেন জি স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? চৌধুরী সাব বললেন আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। চোধুরী সাব   রহিমা কে ডেকে বলেন সবাইকে নাস্তা দাও। সবাই  বলেন স্যার আমার কাছে ভাল পাত্র আছে। ঘটক পাখি ভাই বলেন স্যার আপনার কেমন পাত্র চাই? চৌধুরী সাব বলেন  এমন একটা পাত্র চাই। পাত্র নম্র ভদ্র সৎ হতে হবে। পাত্র নামাজী হতে হবে।ছেলের আচার ব্যবহার ভাল হতে হবে।ছেলের মধ্যে কোন লোভ লালসা থাকবে না।যার শিক্ষাগত যোগ্যতা  কমপক্ষে মাষ্টার ডিগ্রী পাস হতে হবে। চৌধুরী সাব বলেন আমি তোমাদেরে এক মাস সময় দিলাম। এই এক মাসের মধ্যে যে আমার মেয়ের এই রকম ভাল পাত্র  এনে দিতে পারবে আমি তাকে অনেক সম্মান কবর।

No comments

জনপ্রিয় পোষ্ট

  জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়, [ http://bdris.gov.bd/br/application ]( http://bdris.gov.bd/br...

Powered by Blogger.