করোনা ভাইরাস কারো মামা খালু নয়
করোনা থেকে বাচঁতে গিয়ে বাংলা মানুষ কি না খেয়ে মরবে ?
সারা বিশ্বে আতংকের একটা নাম তাহা হল করোনা ভাইরাস। সবার মুখে একটা কথা তাহা হল করোনা ভাইরাস। করোনা ভয়ে মানুষ ঘর থেকে বের হয় না। তবে আমার প্রিয় দেশটা চিত্র কিছুটা বিভিন্ন রকম। আমার দেশেরে এক শ্রেনীর লোক করোনা আসাতে মহা খুশি। তারা করোনা কে ফাঁদ হিসাবে ব্যবহার করে কোটি টাকা আয়ের চিন্তা মগ্ন। তাদের মধ্যে করোনা ভয় নেই। তাদের স্বভাব দেখে মনে হয় করোনা তাদের মামা খালু। করোনা তাদের কে ধরবে না। তাদের উদ্দেশ্য আমি বলতে চাই করোনা কারো মামা খালু নয়। সময় থাকতে ভালো হয়ে যান। এত টাকা দিয়ে কি হবে কাফনের তো প্রকেট নাই। যাদের জন্য এত টাকা ইনকাম করতেছেন করোনা ধরলে তাদের কে তো কাছে পাবেন না। মরার পর কেউ দাফনে দিতে আসবে না। তাহলে কার জন্য এত টাকা? আপিন হয়তো ভাবতেছেন মাক্স পরে বা হেন্ডগ্লাস পরে আপনি বেচেঁ যাবেন । কিন্তু না কোন মাক্স বা হেন্ডগ্লাস আপনাকে বাচাঁতে পারবে না। আপনাকে বাচাঁতে পারে শুধু একজন সেই আপনার সৃষ্টিকর্তা তাকে ভয় করুন। এখন ও সময় আছে ভাল হয়ে যান। পাঁচ ওয়াক্ত নামাজ পডুন। আল্লাহ দয়াময় ওনি আপনার সহয় হবেন ইনশাল্লাহ।
বাংলাদেশের প্রথম করোনা আক্রান্ত রোগীর দাফন সম্পন্ন হয়েছে। তার দাফনে তার আপন জনদের কাউকে খুজে পাওয়া যায় নাই। এখন সময় আছে ভাল হয়ে যান। আপনার দাফনে আপনার আপনজনদের খুজে পাওয়া যাবে না।
আজ সারা বিশ্বে স্কুল , কলেজ, মাদ্রাসায়,অফিস, আদালত, দোকানপাট, এবং মসজিদ পযর্ন্ত বন্ধ করে দেয়া করে দেয়া হয়েছে। করোনা থেকে বাঁচার জন্য। স্কুল , কলেজ, মাদ্রাসায়,অফিস, আদালত, দোকানপাট বন্ধ করেছেন ঠিক আছে মেনে নিলাম কিন্ত মসজিদ কেন বন্ধ করলেন ? আপনার কি এখন পযর্ন্ত বুজতে পারতেছেনা করোনা বাচাঁর এক মাত্র পথ হচ্ছে মসজিদ। মসজিদ ছাড়া কেউ আপনাকে বাচাঁতে পারবে না। এই কথা আপনারা যত তাড়াতাড়ি বুজবেন ততই মঙ্গল। আমরা নিজ কে অনেক ক্ষমতা বান ভাবি। আমরা মনে করে ছিলাম আমার অনেক ক্ষমতার অধিকারী। আল্লাহ আমাদের কে বুজিয়ে দিয়েছেন তার সামনে আমাদের কোন ক্ষমতা নেই। আমরা অতি তুচ্ছ। এই বিজ্ঞানের যুগে বাস করে আমরা ভুলে গিয়ে ছিলাম আল্লাহতালা আমোদের কত দূর্লব করে বানিয়েছে। পূথিবী এত বড় বিজ্ঞানীরা আজ কোথায় তারা কি করছে এখন । তাদের অনেক ক্ষমতা তারা কেন আজ পযর্ন্ত কোন ওষুধ আবিষ্কার করতে পারে নাই? এই পূথিবী ক্ষমতাদর রাষ্ট্র গুলো এখন কোথায়? তাদের তো অনেক ক্ষমতা এই পূথিবীটা কে ১০ মিনিটে ধংস করে দিতে পারে। তার কেন ? আজ পযর্ন্ত করোনা ভাইরাসের ওষুধ তৈরি করতে পারল না ? আজ পূবির্থীর ক্ষমতাদর ব্যাক্তি গুলো কোথায়। যারা নিজ কে খুব ক্ষমতা ধর ভাবেন তারা কি আজ বসে বসে আঙ্গুল চুসতেছেন। আসলে কেউ ক্ষমতধর নয় । ক্ষমতাদর এক মাত্র আল্লাহ, এই ছাড়া আর কেউ ক্ষমতাধর নেই।
আমার দেশের সরকার একটা ধন্যবাদ জানাই কারন তারা এখন পযর্ন্ত মসজিদ বন্ধের ঘোষনা দেন নাই। সেই সাথে আমি আমার দেশ নিয়ে খুব চিহ্নত কারণ আপনারা জানেন পূথিবী অন্য দেশ গুলো তাদের জনগনের জন্য খাবার বাসা পোঁছে দিচ্ছেন। মাস শেষে কর্মচারীদের ভেতন বাসা পোঁছে দিচ্ছেন। আমার খুব জানতে ইচ্ছে করে আমাদের দেশের সরকার আমাদের কি ব্যবস্থা করতেছেন। আমরা দেশে যারা সরকারী চাকুরী করে তাদের না হয় টাকা পয়সার অভাব নাই। কিন্তু যারা কৃষক শ্রমিক দিনমজুর তাদের কি অবস্থা হবে? তারা তো দিন আনে দিন খায়। তারা এখন কি করবে? আমাদের মত মধ্যবিত্ত পরিবারের লোক গুলো কোথায় যাবে? তারা কি খাবে ? আমাদের মত যাদের পবিবারে কেউ সরকারী চাকুরীজীবি ও প্রবাসী কেউ নেই । তারা এখন কি করবে ? কি খাবে? তাদের নিয়ে কেউ কি এক বারে জন্য ভেবেছেন? এদিকে আমাদের দেশের কিছু অসাধু ব্যাবসায়ী করোনা দোহাই দিয়ে দিন দিন জিনস পত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। কৃষক, শ্রমিক, দিনমজুর খাবে কি? করোনা থেকে বাচঁতে গিয়ে বাংলা মানুষ কি না খেয়ে মরবে ? জাতির বিবেক কাছে এটা আমার প্রশ্ন?
আজকে এই পযর্ন্ত । আর কি লিখব? সবাই ভাল থাকবেন।ধন্যবাদ
No comments