Header Ads

Header ADS

জাতি হিসাবে আজ আমরা লজ্জিত।

জাতি হিসাবে আজ আমরা লজ্জিত। এই লজ্জা কার ?


করোনা ভাইরাসের কারনে পৃথিবী অনেক দেশ  আজ লকডাউনে। আর লকডাউনে  থাকা জনগনের জন্য পৃথিবী অন্যান দেশ গুলো ফ্রি তে খাবার বিতরন করছে। আবার কোন দেশ টাকা দিচ্ছে। আর আমরা পাচ্ছি ফ্রি তে লাঠির বাড়ি। আমাদের পিতারা পাচ্ছে কান ধরে উঠবস। বাহা রে বাহা এই না হয় সোনার বাংলা।মজার ব্যবহার হলো আমাদের দেশে এখন ও লকডাউন বা ১৪৪ ধারা জারি করা হয় নাই। শুধু ১০ দিনের সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। আর মানুষ কে সর্তক করা হচ্ছে যেন ঘর থেকে না বের হয়। এই কাজটা সরকার নিজের ভাল জন্য করে নাই। এই দেশের মানুষের ভাল জন্য করেছে। কেনো না করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের  কে নিজের ঘরে লকডাউনে থাকতে হবে। তার মানে এই না যে কেউ তার প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে না।কারন  এখন ও  ১৪৪ ধারা জারী হয় নাই। যারা কোন কাজ ছাড়া বাহিরে ঘুরে বেড়ায়  তাদেরকে আরো দুইটা ভাড়ি বারিয়ে দেন। আমাদের তাতে কোন আপত্তি থাকবে না। কিন্ত যারা কোন কাজে বের হতে বাধ্য হয়েছেন তাদের কে হয়রানি  করবেন না। দেশের মানুষ যখন করোনা নিয়ে ব্যবস্ত তখন কিছু ছেলে মেয়ে প্রেম নিয়ে ব্যবস্ত। এদের ধরে পাছায় দুইটি  জোরে লাতি মারেন , থানা নিয়ে যান , কান ধরে উঠবস করান যা ইচ্ছে করেনে । তাহাদে আমাদের কোন আপত্তি নেই। কারন  এরা মানুষ না মানুষ রুপি জানোয়ার। এরা যদি মানুষ হতে এই সময় তারা প্রেম করতে বের হত না। আমাদের আপত্তি এই  জাগায় আপনি যখন বাবার বয়সী কিছু মানুষ কে মাক্স না পরার অপরাদে বা আইন অমান্য করে সবজ্বি বিক্রয় করার অপরাদে কান ধরে উঠবস করান সেই জাগায়। আপনি শুধু কান ধরে উঠবস করান নাই ছবি তুলেছেন।এদের ছবি তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কোন আইনে এদের ছবি তুলেছেন। আপনি শুধু এই বৃদ্ধ চাচা গুলো কান ধরে উঠবস করান নাই করিয়েছেন আপনার বাবাকে ,করিয়েছেন আপনার শ্বশুর কে। সেই সাথে পুরো জাতি কে। তাই  আজ আমরা জাতি হিসাবে লজ্জিত। এই লজ্জা কার? এই লজ্জা কি চাচা গুলো ? না এটা আমাদের সবার লজ্জা। আপনি কি একবার ও ভেবে দেখেছেন এরা কেনে মাস্ক পরে নাই? এদের মাস্ক কিনার মত টাকা এদের আছে কি? বা একবার কি  ভেবে দেখেছেন এরা কেনো সবজ্বি বিক্রয় করছে? আপনার  এত কিছু ভাবার সময় আছে না কি? আপনিতো সরকারী করেন মোটা অংকের ভেতন পান। এই ছাড়া ঘুসের টাকার অভাব নেই। আপনি কি করে  বুজবেন গরিব মানুষের কষ্ট। আবার কিছু ইউটিব অতি উৎসাহিত হয়ে  কয়েকটা  ভিউস বাড়ানো জন্য মানুষদের অনুভতি নিয়ে খেলা করতেছেন। এটা ঠিক না । একটা কথা মনে রাখবেন  এটা ৯০% মুসলমাদের দেশ। ধর্মী অনুভূতি আগাত দিতে চেষ্টা করবেনা।এর ফলাফল কিন্তু ভালো হবে না। সো সাবধান !!!!! আর সকল মুসলমানদের কে বলল আপনারা ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবেন প্লিজ।

No comments

জনপ্রিয় পোষ্ট

  জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়, [ http://bdris.gov.bd/br/application ]( http://bdris.gov.bd/br...

Powered by Blogger.