Header Ads

Header ADS

করোনা আতংক এবং বাংলাদেশের করনীয়


করোনা ভাইরাসে বাংলাদেশে আতংকের কিছু নেই
-----------------------------------------
একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (এপিডেমিওলজিস্ট) হিসেবে করোনা ভাইরাস নিয়ে কিছু বলা দরকার। চ্যালেন্জ করে বলছিঃ

বাংলাদেশের মানুষের করোনা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেই। কারন ---

(1) চীনসহ অন্যান্য দেশে 90 হাজার আক্রান্ত মানুষের মধ্যে ইতিমধ্যে 50 হাজার মানুষ, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় চলে গেছে।

(2) এই রোগে মৃত্যু হার মাত্র 1.02 পারসেন্ট। মানে একশো জনে মাত্র একজন। সড়ক দুর্ঘটনায় এর চেয়ে অনেক বেশি মানুষ প্রতিদিন মারা যায়।

(3) শিশু এবং কিশোরদের ঝুকি খুবই কম। যারা মারা গেছে তাদের মধ্যে শিশু এবং কিশোর নেই বললেই চলে।

(4) করোনা ভাইরাসে আক্রান্ত হলেই মারা যায় না। সুতরাং এত ভয়ের কিছু নেই।

(5) 23 ডিগ্রি কিংবা বেশি তাপমাত্রার দেশে করোনা ভাইরাস ছড়াতে পারবে না। যারা আক্রান্ত হয়েছে তারা কোনো না কোনো ভাবে চায়না গিয়েছে অথবা চায়না থেকে আগত কারো দ্বারা সংক্রমিত হয়েছে। সিংগাপুর থেকে তথ্য নিন। সেখানে কিছু মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু রোগটি মহামারী আকারে ছড়াতে পারেনি। কারন তাপমাত্রা।

(6) ইরানের তাপমাত্রা এই মুহুর্তে 10-12 ডিগ্রি। বিশ্বাস না হলে গুগলে চেক করে দেখুন। ইতালিতে, জার্মানিতে, ওয়াশিংটনে তাপমাত্রা কম।

(7) 23 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রার দেশে মৃত্যু হার কিংবা সংখ্যা খুবই নগণ্য।

(8) বাংলাদেশে কিংবা অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকাল। সুতরাং ভয়ের কিছু নেই।

(9) মার্চ মাসের শেষ সপ্তাহে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে চলে আসবে।

*** বাংলাদেশে সাপের দংশনে যত মানুষ মারা যায়, তার অধিকাংশই বিষ নেই এমন সাপের দংশনে মারা যায়। কারন রোগী মনে করে, যেহেতু তাকে সাপে দংশন করেছে, আর রক্ষা নাই। সে মরেই যাবে। ভয়ে হার্টফেল করে। সুতরাং প্যানিক্ড হবেন না। বি পজেটিভ প্লিজ।

Dr Shakhawat Nayon
PhD in Epidemiology (Australia)
Postdoctorate in Epidemiology (National University of Singapore)
Associate Professor
Department of Public Health
North South University, Bangladesh

No comments

জনপ্রিয় পোষ্ট

  জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়, [ http://bdris.gov.bd/br/application ]( http://bdris.gov.bd/br...

Powered by Blogger.